সারাদেশের ন্যায় চট্টগ্রামেও তাপমাত্রা কমতে শুরু করেছে। প্রায় ৪০ ডিগ্রিতে চড়ে বসা তাপমাত্রা নেমেছে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। ধীরে ধীরে বাড়ছে বৃষ্টিপাত। গতকাল মঙ্গলবার দিনের কয়েকভাগে আকাশ মেঘলা ও গুঁড়ি বৃষ্টি হলেও চেপে আসেনি বাদলধারা। তবে চট্টগ্রাম নৌ বন্দরকে ২নং হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রাম আবহাওয়া অফিস মঙ্গলবার সন্ধ্যা ৬টার স্থানীয় পূর্বাভাসে বলেছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা কিংবা ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১২-১৮ কি.মি. বেগে, যা অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার আকারে ৪৫-৬০ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।